ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে মাদরাসাছাত্র গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
অভিযুক্ত রফিকুল ইসলাম রাসেল

ঝালকাঠির রাজাপুরে রফিকুল ইসলাম রাসেল (২০) নামের কওমি মাদরাসার এক ছাত্রকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছেন বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, রাসেল নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। এ ঘটনায় রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।

রফিকুল ইসলাম রাসেল পার্শ্ববর্তী পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি রাজাপুর উপজেলা সদরের বেলায়েত ক্বারির প্রতিষ্ঠিত দারুল উলুম কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র এবং রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বার নুরুন নাহার নিরুর বাড়িতে আবাসিক থেকে পশ্চিম ফুলহার মোল্লাবাড়ি মসজিদে ইমামতি করতেন।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাকে র‍্যাব কার‍্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ দুপুরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বলে রফিকুল নিজেকে দাবি করেন। তিনি ও তার সহযোগীরা তামিম আল আদনানি নামের এক ব্যক্তিকে সংগঠনটির আমির মানেন। তার নেতৃত্বেই তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্ররায় বলেন, মামলার পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।