মৌলভীবাজারে সিআইডি পরিচয় দেওয়া যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
আটক শুভন মাহমুদ

মৌলভীবাজারের রাজনগরে শুভন মাহমুদ (২৮) নামের সিআইডি পরিচয়ে দেওয়া এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টেংরা বাজার থেকে তাকে আটক করে। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে বলে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আট হাজার টাকা দাবি করে শুভন। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আব্দুল আজিজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।