হিলির পানামা পোর্টে ট্রাক থেকে মাদক উদ্ধার
উদ্ধার হওয়া বিভিন্ন ধরনের মাদক
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মদ উদ্ধার করেছে কাষ্টম কর্তৃপক্ষ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
হিলি কাস্টমসের সহকারী পরিচালক কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তিনটি ট্রাকে ১১৬ বোতল ফেনসিডিল, চারটি রয়েল স্টেজ, ৯টি ব্লিন্ডার পাইপ, এক বোতল টিউব্রগ ও ৬৯ বোতল অফিসার চয়েস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে উদ্ধার করা মালামাল হিলি কাস্টমসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস