ভোলায় ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০১ মার্চ ২০২২
ভোলায় একটি কাভার্ডভ্যান থেকে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়

ভোলায় একটি কাভার্ডভ্যান থেকে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেল জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

এসময় ফরহাদ হোসেন (২৩) নামের কাভার্ডভ্যান চালককে আটক করা হয়। জব্দ সয়াবিন তেল ও আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ভোলার দৌলতখান থেকে ইলিশা ফেরিঘাটে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় চালককে আটক করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।