গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৩ মার্চ ২০২২
ফাইল ছবি

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন (৩২) বারবৈকা দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মোস্তফা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, রাত পৌনে ৮টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা কবির হোসেনের গলায় ধারোলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত কবির হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহতের ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।