নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৭ জেলের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ শিকার করায় পাঁচ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুই জেলের তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ।
এর আগে তাদের আটক করেন মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ ও পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে তারা নদীতে মাছ ধরছিলেন। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশের অভয়াশ্রমের অন্তর্ভুক্ত। এ অভয়াশ্রমের ওই এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম