কলেজছাত্রীকে অপহরণ করা সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২২
শামীম আম্মেদ আকাশ

কলেজছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আম্মেদ আকাশকে (২৬) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জ ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

১ মার্চ ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে কলেজছাত্রী অপরণ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্তের পর বুধবার (২ মার্চ) সকালে তাড়াশ উপজেলার নিজ বাড়ি থেকে শামীম আহম্মেদ আকাশকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।