মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১২ এএম, ০৬ মার্চ ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে আবু সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে দর্শনা পুরাতন বাজারে কাছে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহত আবু সিদ্দিক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝের পাড়ার মৃত দাউদ মণ্ডলের ছেলে। তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে জরুরি কাজে মোটরসাইকেলে গ্রামের বাড়ি কুড়ুলগাছি যাচ্ছিলেন বাবা। পরে জানতে পারি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিলে মারা যান তিনি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আবু সিদ্দিককে উদ্ধার করে পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।