ইলিশের পোনা ‘চাপিলা’ বলে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বাগেরহাট
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৬ মার্চ ২০২২
‘চাপিলা মাছ’ বলে বিক্রি হচ্ছিল ইলিশের পোনা

বাগেরহাটের শরণখোলায় ‘চাপিলা’ নামে ইলিশের পোনা বিক্রির অপরাধে বেলায়েত হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী।

জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন-সংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে বেলায়েত হোসেনকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ত তল্লাশি করে ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।

ইউএনও আজগর আলী জানান, কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে ইলিশের পোনাগুলো আহরণ করেন। এসব পোনার একেকটির সাইজ পোনা দেড় থেকে দুই ইঞ্চি। তারা ইলিশের এই পোনাকে এলাকার হাটবাজারে ‘চাপিলা মাছ’ বলে বিক্রি করে আসছেন।

জব্দ ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।