৫ লিটার সয়াবিন তেলের মূল্য মুছে ৮৮০ টাকায় বিক্রি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৬ মার্চ ২০২২
পাঁচ লিটার সয়াবিন তেলের মূল্য ৭৮০ মুছে ৮৮০ টাকায় বিক্রি করছিলেন দুই দোকানি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সয়াবিন তেলের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ায় দুই দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার খুকনী বাজারে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

jagonews24

তিনি জানান, উপজেলার খুকনী বাজারে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলে ৭৮০ টাকা মূল্য মুছে ফেলে ৮৮০ টাকা লিখে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে দোকান মালিক মুসাকে ১০ হাজার ও মোশারফ নামের আরেক দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।