দর্শনায় চোরাচালানির সময় তিন ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৭ মার্চ ২০২২
ভারতীয় শাড়িসহ গ্রেফতাররা

চুয়াডাঙ্গার দর্শনায় চোরাচালানির সময় অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৮৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

রোববার (৬ মার্চ) রাত ৮টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনার নয়া গোপালগঞ্জ গ্রামের রজব ভৌমিকের স্ত্রী সন্ধ্যা ভৌমিক (৪৪), চিত্তরঞ্জন দাসের স্ত্রী মঞ্জু দাস (৬০), পেট্রাপোল গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সালাম (২৪), যশোর বেনাপোল থানার বড় আচড়া গ্রামের মিন্টু রহমানের ছেলে মেহেদী হাসান (২৬) ও একই এলাকার সাদিপুর বেলতলা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে সাব্বির রহমান (২১)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালায় দর্শনা থানা পুলিশ। এসময় একটি প্রাইভেটকার (যশোর-খ-১১-০০১০) থামানো হয়। প্রাইভেটকারটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৮৪টি উন্নতমানের ভারতীয় শাড়ি। গ্রেফতার করা হয় তিন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে। এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই তিন ভারতীয় নারী। তারা ৫-৭ পিস করে ভারত থেকে শাড়ি নিয়ে বাংলাদেশে এসে এক স্থানে জড়ো করে। পরে যশোর বেনাপোলের অন্য দুজনের সহযোগিতায় ৮৪ পিস শাড়ি অবৈধভাবে যশোরে নিয়ে যাচ্ছিলেন।

তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে এবং সোমবার (৭ মার্চ) তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।

সালাউদ্দীন কাজল/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।