মুন্সিগঞ্জে তেলের দাম বেশি রাখায় দুই দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৭ মার্চ ২০২২
বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সয়াবিন তেলের বোতলে উল্লেখিত দামের চেয়ে বেশি রাখায় দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার তালতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

jagonews24

তিনি বলেন, তালতলা বাজারে ইরান স্টোর ও খলিল স্টোরে অভিযান কালে দেখা যায় যে, বোতলজাত তেলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। তাই ইরান স্টোরকে ২০০০ টাকা ও খলিল স্টোরকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ভোগ্যপণ্যের মূল্য তালিকা না টাঙানোয় রাধা গোবিন্দ রাইস হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।