সড়কের পাশের ডোবায় মিললো নারী-শিশুর মরদেহ
ডোবা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে
মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশের ডোবা থেকে কম্বল মোড়ানো দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ পাইকসা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অজ্ঞাত পরিচয়ের এক নারী (২৩) ও শিশু (২) রয়েছে। তাৎক্ষণিক পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জনায়, দুপুরে ডোবায় কম্বল মোড়ানো মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহতরা মা-মেয়ে হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস