মুন্সিগঞ্জে ১৬ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২২
জব্দ জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ মণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দ এসব মাছের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযান উপজেলার মাওয়া মৎস্য আড়ত থেকে এসব জাটকা জব্দ করা হয়।

jagonews24

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাওয়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসময় ৬৪০ কেজি (১৬ মণ) জাটকা জব্দ করা হয়। পরে এগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।