সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৩৭ এএম, ১১ মার্চ ২০২২
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্যে অবহেলা ও প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ২ জানুয়ারি হতে ২৯ জানুয়ারি পর্যন্ত জেলার শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এ পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, সহকারী বন সংরক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করেননি। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণ কিংবা থানায় জিডি করেননি। তিনটি মৃত জেব্রার পেট কাটা এবং নাড়িভুঁড়ি বেরিয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য মনে হয়নি। এতে প্রতিটি জেব্রা ১০ লাখ টাকা হারে ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।