প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা হলো না বীর মুক্তিযোদ্ধা মল্লিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১১ মার্চ ২০২২
বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো না বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের। তার আগেই পৃথিবী থেকে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঝালকাঠি সদর উপজেলার ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন পরিষদের টানা নয়বারের নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত এ চেয়ারম্যান।

শুক্রবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মোবারক হোসেন মল্লিক স্ত্রী ও চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জামাতা রাকিব তালুকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে হার্টে সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক।

ইউপি চেয়াম্যানের পাশাপাশি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহ্বায়কসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মোবারক হোসেন।

তার মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।

২০২১ সালের ২১ জুন বাসন্ডা ইউনিয়ন পরিষদে টানা ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন মোবারক হোসেন। নির্বাচন-পরবর্তী সময়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপোষণ করছিলেন তিনি।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।