জামালপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে জেহীন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরবানিপুকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তর পাড়ার মো. জিন্নাত আলীর মেয়ে।
শুক্রবার (১১ মার্চ) সকালে দেওয়ানগঞ্জ-ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনে ঝিনাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবার জানায়, জেহীনের মানসিক সমস্যা ছিলো। গত রাতে পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি করে বাড়ি থেকে চলে যায়।
জামালপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তারা মিয়া জাগো নিউজকে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এএইচ/এএসএম