মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১১ মার্চ ২০২২
মুন্সিগঞ্জে জব্দ হওয়া জাটকা স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযানে ১২ মণ (৪৮০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) গভীর রাত থেকে শুক্রবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা ও মিরকাদিম কাঠপট্টি মাছ বাজারে অভিযানে এসব মাছ জব্দ ও ব্যক্তিদের আটক করা হয়। জব্দ করা এসব মাছের বাজার মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

jagonews24

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, জাটকা মজুত ও সরবরাহের গোপন তথ্যের ভিত্তিতে দুটি স্থানে অভিযান চালানো হয়। মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযানে সাত মণ জাটকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এরপর মিরকাদিম কাঠপট্টি এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ মাছগুলো শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাছে বিতরণ করা হয়েছে।

jagonews24

এসআই নুরুল ইসলাম আরও বলেন, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।