উপমন্ত্রীর ফোনে উদ্ধার হলো কুমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১১ মার্চ ২০২২
কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়ে

বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলের জালে আটকাপড়া একটি কুমির উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় কুমিরটি করমজলে অবমুক্ত করা হয়। এরআগে বিকেল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সময় স্থানীয় জেলে আব্দুল আজিজের জালে কুমিরটি আটকা পড়ে।

jagonews24

কুমির ধরা পড়ার বিষয়টি স্থানীয় এমপি এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানানো হয়। কুমিরটি দ্রত উদ্ধার করতে তিনি বনবিভাগের সুন্দরবন বিভাগকে নির্দেশ দেন। এরপর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে নিয়ে আসেন। পরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়।

কুমিরটি চার ফুট লম্বা এবং বয়স আনুমানিক সাত থেকে আট বছর হবে বলে জানান হাওলাদার আজাদ কবির।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।