মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন
মেহেরপুরে হেরোইন রাখার দায়ে সোহেল রানা নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন। সোহেল মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের জাফরের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য জানান, ২০২০ সালের ৫ এপ্রিল উপজেলার হিন্দা বিলপাড়া গ্রাম থেকে ৫০ গ্রাম হেরোইনসহ সোহেল রানাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ডিবির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাহুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ২০২০ সালের ২৬ মে মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার শাহ আলম আদালতে চার্জশিট দেন।
মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহেল দোষী প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস