মঙ্গলবার থেকে শুরু লালন স্মরণোৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ মার্চ ২০২২
স্মরণোৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ছেঁউড়িয়ার আখড়াবাড়ি

আগামী মঙ্গলবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হচ্ছে। রোববার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর বাউল সাধক ফকির লালন শাহের আখড়াবাড়িতে স্মরণোৎসব অনুষ্ঠিত হয়নি। এবার এ সংকট কাটিয়ে ওঠায় আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপী উৎসব শুরু হবে। শেষ হবে ১৭ মার্চ।

jagonews24

সাইদুল ইসলাম বলেন, উৎসবে লালনের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজক করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক বলেন, উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন।

jagonews24

বাউল সম্রাট লালন শাহ জীবদ্দশায় ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমার রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক তার মৃত্যুর পরও লালন ভক্ত-অনুসারীরা এ উৎসব চালিয়ে আসছেন। কিন্তু করোনার কারণে দুই বছর বন্ধ ছিল এ অনুষ্ঠান।

আল-মামুন সাগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।