শিমুলিয়াঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৩ মার্চ ২০২২
ড্রেজার বেইজ উদ্বোধন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী

দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্য উন্নয়ন ও সংরক্ষণসহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটানোর জন্য চালু হয়েছে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ।

রোববার (১৩ মার্চ) বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে নির্মিত ড্রেজার বেইজের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

jagonews24

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ড্রেজার বেইজটি নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এটির মাধ্যমে মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাধারীপুর ও শরীয়তপুর এলাকার নৌপথ খনন ও তদারকি সহজ হবে। পাশাপাশি বিআইডব্লিউটিএর ড্রেজার দ্রুত ও স্বল্প সময়ে মেরামত এবং সংরক্ষণ করা যাবে।

তিন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে বর্তমান সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ করার ঘোষণা দিয়েছেন। সে চ্যালেঞ্জ ধরে রাখার জন্য বর্তমান সরকার কাজ করছে। দেশে প্রায় ৩০০ ড্রেজার নদীর প্রবাহ ঠিক রাখার জন্য কাজ করছে। প্রবাহ ঠিক রাখার জন্য সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করছে।

jagonews24

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এসময় মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুর আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।