৬২০০ লিটার সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন ডিলার, গোডাউন সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৩ মার্চ ২০২২
গোডাউন থেকে ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ

ভোলায় একটি গোডাইন থেকে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

ভোলা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল মজুত করা ছিল। এসময় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে গোডাউটি সিলগালা করে দেওয়া হয়।

ডিলার রাশেদুর আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন বলে জানান কর্মকর্তা মোস্তফা সোহেল।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।