জামালপুরে মজুতের ৮১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৪ মার্চ ২০২২
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম

জামালপুরের মেলান্দহে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মার্চ) সকালে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম।

jagonews24

আদালত সূত্র জানায়, উপজেলার মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজে ২৫ হাজার ৫০০ লিটার এবং জননী তেল ভাণ্ডারে ৫৬ হাজার লিটার সয়াবিন অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক শ্রী তপু সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভাণ্ডারের মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে দুই দোকানে অভিযানে যাই। পরে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।