ভ্যান চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারিচালিত ভ্যান (স্থানীয় পাখি ভ্যান) চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত আমিনুর উপজেলার গোপগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিলজানি গ্রামের ডাব ব্যবসায়ী মিলন মিয়ার ব্যাটারিচালিত ভ্যান চুরি করতে যান আমিনুর। এ সময় ভ্যানটি বিদ্যুতের সাহায্যে চার্জ দেওয়া হচ্ছিল। চার্জের তার ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আমিনুর। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, ব্যাটারি চালিত ভ্যান চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার হাত বিদ্যুতায়িত হওয়ায় নীলাভ হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আল মামুন সাগর/এসজে/এএসএম