মেহেরপুরে দিনব্যাপী পিঠা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৫ মার্চ ২০২২
দিনব্যাপী উৎসবে বাহারি পিঠা

মেহেরপুরে দিনব্যাপী বাহারি পিঠা-পুলির উৎসব শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) গাংনী মডেল সরকারি বালিকা বিদ্যালয়ে এ উৎসব পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে উৎসবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

স্টলে পিঠার পসরা সাজিয়ে চলে দিনব্যাপী প্রদর্শনী। সেখানে ছিলো নানা রকম পিঠার সমাহার। ভাপা, চিতই, মালপোয়া, পায়েসসহ বাহারি পিঠার স্বাদ নিতে অনেকেই এসেছিলেন বিদ্যালয়ের আঙিনায়।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।