ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৫ মার্চ ২০২২
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে মোহাম্মদ নাহিদ হাসান খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমার মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানকে ফোন করে টাকা চায় একটি প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি চেয়ারম্যান জানান, দুপুরে একটি কল আসে ইউএনও’র মোবাইল নম্বর (ক্লোন করা) থেকে। ইউএনও পরিচয় দিয়ে একজন কাবিখা প্রকল্প আসছে বলে টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ইউএনও বিষয়টি জানাই।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মু. ফয়সাল বিন আহসান জানান, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। প্রতারণার চেষ্টা করলেও চক্রটি কারো ক্ষতি করতে পারেনি।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।