হাকিমপুর উপজেলা আ’লীগের সভাপতি হারুন, সম্পাদক লিটন
সভাপতি হারুন উর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন সভাপতি এবং আব্দুর রহমান লিটন আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
এ সময় বক্তব্য দেন- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
সম্মেলনে দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম