ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মেছোবাঘ জঙ্গলে অবমুক্ত
ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মেছোবাঘ
মেহেরপুরে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার মেছো বাঘের বাচ্চাটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বনবিভাগের কর্মকর্তারা স্থানীয় একটি জঙ্গলে অবমুক্ত করেন।
এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার হরিরামপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের বাসিন্দা রাহেদুল হক জানান, বিকেলে মাঠ থেকে মেছো বাঘের বাচ্চাটি বাড়িতে নিয়ে আসেন আব্দুর রশিদ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরে তারা এসে বাচ্চাটি উদ্ধার করে নিয়ে যান।
মেহেরপুর জেলা বনবিভাগের কর্মকর্তা জাফর উল্লাহ জাগো নিউজকে বলেন, মেছো বাঘটির বয়স আনুমানিক তিন বছর। মায়ের সঙ্গে খেলার সময় শাবকটি আব্দুর রশিদের নজরে আসে। তাড়া দিয়ে শাবকটি ধরে বাড়িতে আনেন তিনি। পরে সেটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম