পটুয়াখালীতে এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
জব্দকরা জালগুলো জব্দ করা হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ মণ জাটকাসহ এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনভর অভিযান চালিয়ে মাছ-জালগুলো জব্দ করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সারাদিন উপজেলার রামনাবাদ চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকাসহ এসব অবৈধ জাল জব্দ করা হয়।
পরে নৌ-পুলিশ ফাঁড়িতে এনে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস