সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৮ মার্চ ২০২২
প্রতীকী ছবি

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- বরিশাল বাঁকেরগঞ্জ উপজেলার রামনগর এলাকার চাঁনমিয়ার ছেলে শাহিন (৩৭), একই এলাকার রুপগাজীর ছেলে শহিদ গাজী (৪০) ও বরিশাল সদরের দূর্গাপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩০)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত মেশিনটিও জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।