ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ‘ওষুধ সেবনে’ শিশু অসুস্থ, জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ মার্চ ২০২২
অসুস্থ সন্তানকে কোলে বাবা বদিউজ্জামান

দিনাজপুরের বিরামপুরে ফার্মেসি থেকে নেওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে চার বছরের এক শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ওই ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের বিরামপুর মেডিসিন কর্নার নামের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসিয়া তাবাচ্ছুম।

jagonews24

অসুস্থ শিশু মেহেজাবিন উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের বদিউজ্জামানের মেয়ে। তার বাবা বলেন, ‘কয়েক দিন থেকে মেয়ে মেহেজাবিনের গায়ে জ্বর দেখা দেয়। কাল এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি কিছু ওষুধ লিখে দেন। সে অনুযায়ী আজ সকালে বিরামপুর মেডিসিন কর্নার থেকে ওষুধ কিনে মেয়েকে খাওয়ানো হয়। এরপর সে বমি করতে থাকে। ওষুধসহ অন্য এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানোর কথা জানান।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসিয়া তাবাচ্ছুম বলেন, বিরামপুর মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে মেহেজাবিন নামের চার বছরের এক শিশু অসুস্থের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই শিশুর বাবাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার সত্যতা পাওয়া যায়। এছাড়া ওই ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে বিরামপুর মেডিসিন কর্নারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।