দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২০ মার্চ ২০২২
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। 

রোববার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার (২৩) ও তার শ্যালক নজরুল ইসলাম (২২)।

পুলিশ জানায়, শালা-দুলাভাই মিলে ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই মারা যান। তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও জব্দ করে পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারের সময় ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এমদাদুল হক মিলন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।