সাংবাদিকদের পেশাদারিত্ব রপ্ত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২০ মার্চ ২০২২

প্রেসকে আমরা ছায়া সরকার বলে থাকি, কারণ তারা আমাদের সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারে। আর এজন্য সাংবাদিকদের পেশাদারিত্ব রপ্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেস ক্লাবের গৌরবের ৫০ বছর পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি আমাদের সমৃদ্ধ প্রেস সময়ের দাবি। সেখানে যারা কাজ করছেন তারা যেন সব ধরনের সুযোগ সুবিধা পান। সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

শনিবার রাতে মেহেরপুর শিল্পকলা মিলনায়তনে মেহেরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, স্মারকগ্রন্থ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফিজুর রহমান রিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ৫০ বছরে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের পরিবারের হাতে মরনোত্তর ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া প্রেসক্লাবের স্বারকগ্রন্থ ‘উপলব্ধি’ প্রকাশনার মোড়ক উন্মেচন করেন প্রতিমন্ত্রী।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।