মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ মার্চ ২০২২
গ্রেফতার নানকা বাউড়ি

হবিগঞ্জের চুনারুঘাটে মেয়েকে ধর্ষণচেষ্টা করায় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন এক চা শ্রমিক। নানকা বাউড়ি (৫০) নামের ওই শ্রমিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৯ মার্চ) রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছেন-নিহত চা শ্রমিকের ভাই নানকা বাউড়ি (৫০), তার স্ত্রী সবিতা বাউড়ি (৪৫), ছেলে রামকৃষ্ণ বাউড়ি (২৩) ও মেয়ে কৃষ্ণা বাউড়ি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার লালচান্দ চা বাগানের শ্রমিক নানকা বাউড়ির মেয়েকে ধর্ষণচেষ্টা করেন তার ভাই আশীষ বাউড়ি। বিষয়টি মেয়ে তার বাবাকে বলে দেন। পরে নানকা বাউড়ি তার ভাই আশীষ বাউড়িকে বাড়িতে ডেকে এনে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে ভাইকে কুপিয়ে হত্যা করেন নানকা বাউড়ি।

ওসি আলী আশরাফ জানান, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।