রাবনাবাদে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো ২০০ রঙিন নৌকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:৩১ পিএম, ২১ মার্চ ২০২২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে রঙ-বেরঙের ২০০টি নৌকা। স্বাগত জানানো ২০০ নৌকায় থাকা জেলেদের হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ মার্চ) সকাল ১০টা ৪২ মিনিটে দেশের বৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।

রাবনাবাদে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো ২০০ রঙিন নৌকা

এ সময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল ফোনে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারণ করতে দেখা যায়।

রাবনাবাদে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো ২০০ রঙিন নৌকা

এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১শ‘ নৌকা ছিলো পালতোলা, ১শ‘ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন। প্রতিটি নৌকায় রঙ-বেরঙের পোশাকে ৪ জন করে মোট ৮০০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।