স্কুলে শিক্ষার্থী-শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:২১ পিএম, ২২ মার্চ ২০২২

মানিকগঞ্জের শিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পিকআপ ভ্যানচাপায় শিক্ষার্থী ও শিক্ষক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকারকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ।

গঠিত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যানচাপায় শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও ৫ জন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।