গুদাম থেকে ৫০০ মণ সরকারি চাল জব্দ, ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২২ মার্চ ২০২২
জব্দ করা সরকারি চাল

কক্সবাজারের পেকুয়ায় একটি গুদাম থেকে প্রায় ৫০০ মণ (১৯ হাজার ৯৯০ কেজি) সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি চাল অবৈধ মজুতের অপরাধে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজার থেকে সরকারি চালসহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদারুল ইসলাম শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জাগো নিউজকে বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। এসব চালের মধ্যে ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২০০ বস্তা ৫০ কেজি ওজনের। গুদামটি সিলগালা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পেকুয়া বাজারের এক ব্যবসায়ী নেতা বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে চালগুলো রেশনের। রেশন পাওয়া সরকারি অনেক কর্মজীবী থোকের ওপর এসব চাল বিক্রি করে দিয়ে আসেন। সে সব চাল কিনে বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা। এটা সারা দেশেই হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, এ ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।