‘সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে কাজ করছে বিজিবি-বিএসএফ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৩ মার্চ ২০২২
বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বরণ করে করে নেওয়া হচ্ছে

সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ কাজ করছে বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ।

বুধবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিএসএফের সঙ্গে ফ্লাগ মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি বৈঠকে সীমান্তে হত্যা নিয়ে আলোচনা  করি। উভয় পক্ষই চাই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি। আশা করি এ বিষয়ে অবশ্যই উন্নতি হবে।

বিজিবি মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে। এ নিয়ম কানুনগুলো উভয় দেশকেই মানতে হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা ভবন নির্মাণের কাজটি করব। এ ব্যাপারে আমাদের উচ্চপর্যায়ে পত্রালাপ চলছে।

এ সময় বিজিবির সেক্টর, রিজিওন ও বিজিবি-৬০ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।