দাঁত-কাপড় দেখে শনাক্ত শিয়ালে খাওয়া সেই মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৩ মার্চ ২০২২
আবু তাহেরের স্বজনদের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানের একটি গাছে ঝুলন্ত মরদেহটি নিখোঁজ আবু তাহেরের (৭২) বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (২৩ মার্চ) বিকেলে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধারের খবর চারপাশে ছড়িয়ে পড়লে নরসিংহপুর গ্রামের আবু তাহেরের পরিবার ছুটে আসেন। পচে যাওয়ায় মরদেহ শনাক্ত করা কঠিন ছিল। মরদেহের দাঁত, পাশে থাকা কাপড় ও স্যান্ডেল দেখে মরদেহটি আবু তাহেরের বলে শনাক্ত করেন স্বজনরা।

তিনি আরও জানান, আবু তাহের মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ঝুলে থাকায় মরদেহের নিচের অংশ শিয়ালে খেয়ে ফেলেছে। উপরের অংশটুকু কঙ্কাল হয়ে গেছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।