বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৬ মার্চ ২০২২
বিয়ের দাবিতে অনশনরত তরুণী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের দাবিতে সুকান্ত মন্ডল নামের এক শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন তরুণী। অনশনে বসার সময় সুকান্তের মা ওই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ ওঠে। পরে অবস্থা বেগতিক দেখে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এছাড়া ঘরে তালা দিয়ে পালিয়েছেন শিক্ষকের পরিবারের লোকজনও।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক সুকান্ত মন্ডল ওই গ্রামের সুনীল মন্ডলের ছেলে ও উপজেলার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিয়ের দাবিতে অনশনে থাকা তরুণী বলেন, সুকান্ত মন্ডলের সঙ্গে আমি প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি। তখন সুকান্ত তার বন্ধু পূর্ণেন্দু ও রমেন দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। তখন তারা আমাকে অনেক বুঝিয়ে প্রেম করতে রাজি করায়। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ঢাকা ও সুন্দরবনের বিভিন্ন হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে আমি রেজিস্ট্রি করে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় সুকান্ত। গ্রামের মাতব্বরদের কাছে গিয়েও এর কোনো সমাধান পাইনি। তাই আমি বিয়ের দাবিতে অনশন করছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সুকান্ত মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া তাদের বাড়ি গিয়েও ঘরটি তালাবদ্ধ দেখা যায়। তাই ওই শিক্ষকের মায়েরও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লালা বাহাদুর জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি সহায়তার পরামর্শে আমি পাশে থাকবো।

এ বিষয়ে জানাতে চাইলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল জাগো নিউজকে বলেন, এ বিষয়ে ওই তরুণী থানায় কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।