পাবনায় চলন্ত প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৬ মার্চ ২০২২
প্রাইভেটকারটিতে হঠাৎ আগুন ধরে যায়

পাবনার ঈশ্বরদীতে চলন্ত একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুনে প্রাইভেটকারের সামনের অংশ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৬ মার্চ) উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে প্রাইভেটকারটি সামনের অংশ পুড়ে যায়। এসময় পাবনা-দাশুড়িয়া মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পাবনায় চলন্ত প্রাইভেটকারে আগুন

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইঞ্জিন থেকে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুনে গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো সম্ভব না হলে সম্পূর্ণ পুড়ে যেতো।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।