মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৭ মার্চ ২০২২
ইউপি চেয়ারম্যান টিপু খান

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী আহসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক দিপঙ্কর জানান, জামিন চাইলে আদালত নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্র জানায়, ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় আকমল হোসেন ১৩ জানুয়ারি টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খানসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের নামে মামলা করেন। পরে উচ্চ আদালত  থেকে তারা ছয় সপ্তাহের জামিন নেন।

আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।