ভোলায় মন্দিরের প্রতিমা-স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৭ মার্চ ২০২২
মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতাররা

ভোলা শহরের ভদ্রবাড়ি শ্রী শ্রী হরি মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া ১০টি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পূজায় ব্যবহৃত পিতলের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার (২৬ মার্চ) ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সুমন (২৮), মো. নয়ন (২১) ও নুরে আলম (২০)। তারা ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ডোমপট্টি এলাকার বাসিন্দা।

রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।

তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোনো এক সময়ে ওই মন্দিরের চুরির ঘটনা ঘটে। এরপর মন্দির কমিটির সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরি ঘটনার সঙ্গে জড়িত ওই তিনজনকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে মাটির নিচে ও সেপটিক ট্যাংকির ভেতর থেকে চুরি যাওয়া ১০টি প্রতিমা, স্বর্ণালঙ্কার ও পিতলের সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ চুরির সঙ্গে আরও দুইজন জড়িত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।