বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৮ মার্চ ২০২২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়েছে বাজারের ২১ ব্যবসা প্রতিষ্ঠান।

রোববার (২৭মার্চ) রাত ১১টার দিকে বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিক বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টির একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাকি দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এরমধ্যে পুড়ে যায় ২১টি দোকান।

বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অংকের আর্থিক ক্ষতির ক্ষতির কথা জানিয়েছে দোকান মালিকরা।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ উদ্দিন কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।