বিজিবির ধাওয়ায় ৫ হাজার ইয়াবা ফেলে পালালো চোরাকারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:২৮ এএম, ২৮ মার্চ ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৭ মার্চ) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সোমবার (২৮ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে শিয়ালমারা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৭/১৭-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকায় টহল দেওয়ার সময় ২ চোরাকারবারিকে দেখতে পায়।

এ সময় তাদের ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৪৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।