মিষ্টিতে বিষ দিয়ে দুই শিশু হত্যা: মায়ের পরকীয়া প্রেমিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৮ মার্চ ২০২২
গ্রেফতার সফিউল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় মায়ের পরকীয়া প্রেমিক সফিউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন জাগোনিউজকে জানান, আব্দুল্লাহপুর থেকে রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন সফিউল্লাহ। গোপন তথ্যের ভিত্তিতে একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে সুজন খানের দুই সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) নাপা সিরাপ পান করে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগমই পরকীয়ার জেরে প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লাহর দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করেন। এ ঘটনায় ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেফতার করে পুলিশ।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।