বগুড়ায় সরকারি দপ্তরের কার্যালয়ে জুয়ার আসর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৯ মার্চ ২০২২

বগুড়ার শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়ে রাতের আঁধারে চলা জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ওই অফিসের নৈশপ্রহরীসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের এক জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (২৯ মার্চ) তাদের বগুড়া আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- পৌরশহরের উলিপুরপাড়া এলাকায় অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের নৈশপ্রহরী জাহিদুল ইসলাম (৩৫), একই এলাকার সোহেল রানা (৩৮), নূর আলম (৩০), আব্দুস সোবহান (৪২), শহরের শ্রীরামপুরপাড়া এলাকার মো. রফিক (৫৮), একই এলাকার আব্দুস সালাম (৫৮) ও উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকার মিরাজ উদ্দিন (৪২)।

এদিকে, বনমরিচা গ্রাম থেকে গ্রেফতার জুয়াড়িরা হলেন- ওই গ্রামের আব্দুল হামিদ (৫০), আব্দুর রাজ্জাক (৪০), শহিদ প্রামাণিক (৫২), রুবেল মিয়া (৩৫) ও শাহাদাত সরকার (২১)।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে তুলা উন্নয়ন বোর্ডের নৈশপ্রহরী জাহিদুল ইসলামের নেতৃত্বে সরকারি দপ্তরটিতে জমজমাট জুয়া খেলা চলছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সোমবার (২৮ মার্চ) মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। তখন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, একইরাতে বনমরিচা গ্রামের একটি ইটখোলার মধ্যে চলা জুয়ার আসরেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পাঁচ জুয়াড়িসহ মোট গ্রেফতার ১২ জনের বিরুদ্ধে দুইটি মামলা দিয়ে মঙ্গলবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।