ঝিনাইদহে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতিকে মারধর, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৯ মার্চ ২০২২

ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টারপাড়া বটতলা এলাকায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমানকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবরোধ চলে।

অবরোধের ফলে জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

jagonews24

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান বলেন, নির্বাচিত হওয়ার পর দুপুর ১২টার দিকে শহরের আরাপপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করতে যাই। এসময় পূর্ব শত্রুতার জেরে আমার সঙ্গে থাকা কয়েকজন শ্রমিককে নিজেদের গাড়িতে তুলে নিতে চায় প্রতিপক্ষ আবু সাইদ, রাজন, আজমসহ কয়েকজন। সেসময় তারা আমার নেতা মহব্বতকে মারধর করে। বাধা দিলে তারা আমাকেও পেটাতে থাকে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিক নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।