মাদক মামলায় অন্যের হয়ে সাক্ষ্য দেওয়ায় ৪ জনের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৯ মার্চ ২০২২

মুন্সিগঞ্জ আদালতে একটি মামলায় অন্যের হয়ে সাক্ষ্য দেওয়ায় চারজনের দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মানিক দাস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান, রিমন শিকদার, শিপলু খান ও মনির হোসেন।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ২০১৪ সালের এক মাদক মামলায় অন্যের হয়ে ওই চারজন সাক্ষ্য দেন। তাই মুন্সিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতের বিচারক মানিক দাস তাদের দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।